”Live fest shop” রকমারী পন্য ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত একটি বিশ্বস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি মূলত ”Live fest” পেইজের একটি সহযোগী প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয় ২০১৭ সালে। দীর্ঘদিন নানা ধরণের ব্যবসায়ের প্রমোশনাল ভিডিও প্রচার ও ব্যবসায়ের প্রসারের সাথে যুক্ত এই প্রতিষ্ঠানের নতুন সংযোজন “Live fest shop” যা উন্নত কোয়ালিটির মানসম্মত নিত্য প্রয়োজনীয় নানান পন্য সরবরাহ করে থাকে। পাশাপাশি ব্যবসায়ের প্রমোশন তো থাকছেই।
আপনার ব্যবসায়ের প্রমোশন করুন খুব সহজেই Live Fest এর সাথে।
✅ Live Fest একটি ব্যবসায়িক প্রমোশন চ্যানেল। এখানে আমরা আপনাদের ব্যবসায়ের লাইভ প্রমোশনের ভিডিও কিংবা ধারণকৃত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি যা খুব অল্প সময়েই পৌছে যায় বিপুল সংখ্যক ক্রেতা ও ভোক্তাদের কাছে।
✅এই চ্যানেলের প্রতিটি ভিডিওর ডেসক্রিপনে ভিডিও দাতার পেইজের নাম, পেইজের লিংক এবং ফোন নম্বর দেওয়া থাকে। তাই সহজেই যে কেউ তার পছন্দের পন্যটি সরাসরি পেইজে গিয়ে কিনতে পারবেন।
✅ আমাদের চ্যানেলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন সাবস্ক্রাইবার যারা নিয়মিত বিভিন্ন পন্যের ভিডিও গুলো দেখেন এবং পছন্দের পন্যগুলো সরাসরি পেইজে গিয়ে অর্ডার করে থাকেন। এতে করে পন্যের প্রমোশনের পাশাপাশি আপনার পেইজের লাইক ও ফলোয়ারের সংখ্যাও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়।
তাই আর দেরি না করে আপনার পন্য বা প্রতিষ্ঠানের ভিডিও প্রমোশন করতে আজই যোগাযোগ করুন . Call: 01772355724